ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফিদেল কাস্ত্রো অবিনশ্বর, সংগ্রামীদের অনুপ্রেরণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ফিদেল কাস্ত্রো অবিনশ্বর, সংগ্রামীদের অনুপ্রেরণা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ফিদেল কাস্ত্রো কেবল তার দেশের নেতাই ছিলেন না, অন্যান্য দেশের নিপীড়িত মানুষের সংগ্রামে পাশে দাঁড়িয়েছেন।

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ফিদেল কাস্ত্রো কেবল তার দেশের নেতাই ছিলেন না, অন্যান্য দেশের নিপীড়িত মানুষের সংগ্রামে পাশে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে শহীদ আসাদ মিলনায়তনে ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে তিনদিনব্যাপী শোক পালনের শেষ দিনের স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার নিঃশর্ত সমর্থন এবং একেবারে প্রথম পর্যায়েই স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ঘটনা এদেশের মানুষ চিরকাল স্মরণ করবে। তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। সাম্রাজ্যবাদের অবরোধের বিরুদ্ধে তার নেতৃত্বে কিউবার জনগণের অসীম সাহসী লড়াই এক অনন্য ইতিহাস।

তিনি আরও বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিপ্লবী সমাজতন্ত্রের অতন্দ্র প্রহরী ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের পুরোধা কমরেড ফিদেল কাস্ত্রো ছিলেন অবিনশ্বর। যুগে যুগে সংগ্রামীদের অনুপ্রেরণা। পৃথিবীর পথে পথে মুক্তিকামী জনতা তার স্বপ্নকে বয়ে নিয়ে যাবে নতুন শতাব্দীতে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, বাংলাদেশ-কিউবা মৈত্রী সমিতির সভাপতি হায়দার আনোয়ার খান জুনো, বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ কাসেম, ওয়ার্কার্স পার্টি নেতা এনামুল হক ইমরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।