ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডের সদস্যপদ ও ৫টি সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নোয়াখালী: নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডের সদস্যপদ ও ৫টি সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে জেলার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা জেলা সার্ভার স্টেশনে সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ও নির্বাচন কর্মকর্তা আনিসুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জেলার ৭ নম্বর ওয়ার্ড থেকে উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, ৬ নম্বর থেকে সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী হারুনুর রশিদ, ১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা থেকে মাসুদুর রহমান শিপন ও ৩ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন দুলাল প্রমুখ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।