ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ম‍ায়ানমার দূতাবাসে হেফাজতের স্মারকলিপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
ম‍ায়ানমার দূতাবাসে হেফাজতের স্মারকলিপি

মায়ানমারে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে ঢাকাস্থ মায়ানমারের দূতাবাস স্মারকলিপি দিতে গিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্মারকলিপি দিতে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হলে পুলিশ মিছিলটি আটকে দেয়।

ঢাকা: মায়ানমারে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে ঢাকাস্থ মায়ানমারের দূতাবাস স্মারকলিপি দিতে গিয়েছে হেফাজতে ইসলাম।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্মারকলিপি দিতে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হলে পুলিশ মিছিলটি আটকে দেয়।

পরে পুলিশের তত্ত্বাবধানে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি আল্লামা নূর হোসেন কাশমির নেতৃত্বে  ৬ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে মায়ানমার দূতাবাসে রওনা দেয়।

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে রওনা হলে বায়তুল মোকারমের সামনেই পুলিশ তাদের আটকে দেয়।

সমাবেশে নূর হোসেন কাশমি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা অনতিবিলম্বে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের খুন-নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নিন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব আহমদ আলী কাশমি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।