ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

রাজনীতি

‘‌‌সোহরাওয়ার্দীর হাতেই তৈরি পাকিস্তানের সংবিধান'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
‘‌‌সোহরাওয়ার্দীর হাতেই তৈরি পাকিস্তানের সংবিধান'

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাতেই তৈরি পাকিস্তানের সংবিধান বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ঢাকা: হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাতেই তৈরি পাকিস্তানের সংবিধান বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভাটির আয়োজন করে জাতীয় পার্টি (জেপি)।

আমির হোসেন আমু বলেন, পাকিস্তানের সংবিধানের ধারা তৈরি সোহওরাওয়ার্দীর হাতে। আমাদের দেশে সেদিন সমস্ত ব্যাংক ও কলকারখানা ছিলো। এর সব কিছুই সেদিন ভোগ করতো পাকিস্তান। পরবর্তীতে যখন সোহরাওয়ার্দী বাংলাকে নিয়ে কথা বলতে থাকেন, তখন তিনি পাকিস্তানের শত্রু হতে শুরু করলেন। পাকিস্তানিরা আমাদের রাষ্ট্রভাষা উর্দু করতে যেসব পরিকল্পনা শুরু করে তার সবই সেদিন ব্যর্থ হয়েছিলো।  

অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া্, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গবেষক সৈয়দ আনোয়ার হোসেনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসজে/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।