ঢাকা: ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভার কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভার আয়োজন করা হবে।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচির কথা জানান।
এর আগে আওয়ামী লীগের যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা যৌথসভায় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১০ জানুয়ারি ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন। এ দিনটিতে আমরা জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। ওইদিন বেলা আড়াইটা থেকে জনসভা শুরু হবে’।
ওবায়দুল কাদের বলেন, ‘আশা করছি, এটি ঐতিহাসিক জনসভায় রূপ নেবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় দিকে-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। জনসভাকে সফল করতে আমাদের জাতীয় নেতারা ঢাকার বিভিন্ন স্থানে জনসংযোগ-গণসংযোগ করবেন’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এসকে/এএসআর