ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নতুন বছরে জঙ্গি-উগ্রবাদ নির্মূলের অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
নতুন বছরে জঙ্গি-উগ্রবাদ নির্মূলের অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে শনিবার বঙ্গবন্ধু এভিনিউ-এ বিজয় দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা: শেখ হাসিনার নেতৃত্বে সুসংগঠিত হয়ে  নতুন বছরে জঙ্গি -উগ্রবাদ নির্মূলের অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ-এ বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

ওবায়দুল কাদের বলেন, ফেলা আসা বছরে বিশ্বকে তাক লাগিয়ে প্রত্যাশার চেয়েও বেশি উন্নয়ন করেছি। মাঝে শোলাকিয়া ও হলি আর্টিজান আমাদের উন্নয়নে দাগ লাগিয়েছে, তবে আমরা দিশেহারা হইনি। আমরা ঘুরে দাঁড়িয়েছি। তবে উদ্বেগ উৎকন্ঠা শেষ হয়নি। নতুন বছরে জঙ্গি দমনের এই অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি সব জায়গায় ব্যর্থ। সর্বশেষ নারায়ণগঞ্জ নির্বাচনের ব্যর্থতা যোগ হয়েছে। বিএনপি সংবিধানকে পদে পদে রক্তাক্ত করেছে, তারাই আবার জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান লংঘন হয়েছে বলে মন্তব্য করছে। এসব হচ্ছে ভূতের মুখে রাম নাম।

এ সময় তিনি যুবলীগকে চ্যালেঞ্জ মোকাবেলায় দুর্বার গতি সঞ্চারের আহ্বান জানান।

যুবলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।