ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত হতে বললেন হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত হতে বললেন হাসিনা

২০১৩ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না। প্রতিযোগিতাপূর্ণ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।

বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলকে সুশৃঙ্খল ও শক্তিশালী করার নির্দেশ তিনি।

আওয়ামী লীগ সভাপতি নেতা-কর্মীদের এলাকায় নিজ নিজ জনসংযোগ চালানো, মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে ভালো সর্ম্পক গড়ে তুলতে বলেন।

তিনি সন্ত্রাস-জঙ্গিবাদের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করে কাজ কথার নির্দেশনা দেন বলেও জানা গেছে।

বৈঠকে নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের পক্ষে প্রস্তাব ও সুপারিশ তৈরি করতে ১০ সদস্যের কমিটি গঠন করেছে দলটি।

আগামী ১১ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আওয়ামী লীগের মত বিনিময় কালে নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের প্রস্তাব ও সুপারিশ রাষ্টপতির হাতে তুলে দেওয়া হবে।

বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন করতে রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগ প্রস্তাব দিবে বলে আলোচনা হয়েছে বৈঠকে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।