ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বরিশালে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ বরিশালে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ

বরিশাল: বরিশালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বরিশাল সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে কালো পতাকা মিছিল ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল।

একই সময় শ্রমিক লীগও ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে বিএনপি কার্যালয়ের কাছে অবস্থান কর্মসূচির প্রস্তুতি নেয়। এতে অংশ নিতে যুবলীগ, ছাত্রলীগসহ  আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপিস্থত হন। এ সময় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ও বোতল ছুড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন অনেকে।

এদিকে, সংঘর্ষের পর বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ার অবস্থান করছেন।

দুপুর ১২টার দিকে বরিশাল উপ পুলিশ কমিশনার গোলাম রওফ বাংলানিউজকে জানান, সকালে আওয়ামী লীগকে কর্মসূচি পালনের অনুমতি দিলেও বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে দুই দলই মিছিল করছে। তাদের মাঝখানে পুলিশ বেরিকেট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।