সোমবার (০৯ জানুয়ারি) সকালে নগরীর পান্থকুঞ্জ পার্কে নব-নির্মিত অত্যাধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি।
সাঈদ খোকন বলেন, কিছু রাজনৈতিক কর্মী পুরো রাস্তা দখল করে সভা-সমাবেশ করায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ডিএমপিকেও এ ধরনের পরিস্থিতিতে আরও দ্রুত ও সতর্কভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এএটি/এমজেএফ