ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আ.লীগ সুইজারল্যান্ড শাখা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আ.লীগ সুইজারল্যান্ড শাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আ.লীগ সুইজারল্যান্ড শাখার

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বংলাদেশ আওয়ামীলীগ সুইজারল্যান্ড শাখা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় নেতা-কর্মীরা ১ মিনিট নিরবতা পালন করেন।

পরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব রহমান খলিলুর, যুগ্ম সম্পাদক আমজাদ চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, মো. মাইন উদ্দীন তপন, আবুল কালাম জয়, জাহিদ করিম চৌধুরী, ইসমাইল করিম চৌধুরী প্রমুখ।

এর আগে সোমবার (০৯ জানুয়ারি) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সড়ক পরিবহন, সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতে রহমান খলিলুর জেনেভায় প্রবাসী আওয়ামী লীগের একটি কর্মী সম্মেলন করার জন্য সাধারণ সস্পাদক ওবায়দুল কাদেরকে নিমন্ত্রণ করেন। জবাবে ওবায়দুল কাদের বলেন- ‘ইউরোপে আমাদের অসংখ্য নিবেদিত নেতা-কর্মী রয়েছে। এই ত্যাগী নেতা-কর্মীরা দলের দুর্দিনে-সুদিনে মানবাধিকারসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করেছেন। তাদেরও এ কাজের মূল্যায়ন হওয়া প্রয়োজন।

এ সময় আগামী মার্চে জেনেভায় এ ধরনের একটি দলীয় কর্মী সম্মেলনে যোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সাক্ষাৎকারী নেতা-কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।