টানা ৩৫ মিনিট আলোচনা শেষে বিকেল ৩টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে বের হয়ে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
তিনি বলেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য খেলাফত মজসিলসের পক্ষ থেকে ৫ দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে।
খেলাফত মজলিসের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- ১) একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধিমালা বা আইন প্রণয়ন, ২) নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশাল করার লক্ষ্যে পৃথক সচিবালয় তৈরি করা, ৩) সকল নিবন্ধিত দলের প্রস্তাবনা বিশ্লেষণ করে অধিকাংশ দলের ঐকমত্যের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা, ৪) সর্বজন শ্রদ্ধেয়, ক্ষমক্ষম, বিতর্কিত নন, এমন একজন সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক কোনো বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশণার নিয়োগ ও ৫) সর্বজন শ্রদ্ধেয়, নিরপেক্ষ, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন এবং এ কমিটিতে একজন বিশিষ্ট আলেমকে রাখা।
এক প্রশ্নের জবাবে মাহফুজুল হক বলেন, বর্তমান বাস্তবতায় নারী বা সংখ্যালঘুদের একজন নির্বাচন কমিশনে থাকতে পারেন। তবে, তাদের অবশ্যই যোগ্য হতে হবে।
খেলাফত মজলিসের প্রতিনিধি দলে ছিলেন- দলটির আমীর প্রিন্সিপাল হাবিবুর রহমান, মহাসচিব মাহফুজুল হক, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূলপুরী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী ও বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজেড/পিসি