জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের নেতৃত্বে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলমকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনার পরদিন আশরাফুলের বাবা অ্যাডভোকেট মো. বদরুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী।
পরে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ চারজন আপিল করে মুক্তি পেলেও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন লোটাস, সহ-সভাপতি কেএম বাপ্পি কবির ও যুবলীগ নেতা এহতেশাম হায়দার বাপ্পি, ছাত্রলীগ নেতা মো. জুয়েল, সজিব, মিরাজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমজেএফ