ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ৫২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
গাইবান্ধায় বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ৫২

গাইবান্ধা: গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ কন্টোল রুম অপারেটর তবিবর রহমান বাংলানিউজকে বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করে। এর মধ্যে সুন্দরগঞ্জ থানা থেকে বিএনপির ২ ও জামায়াতের ৩৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বাকী ১৪ জন গ্রেফতারি পরোয়ানা ও মাদক মামলার আসামি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি সাবেক এমপি আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজের একান্ত সহকারী মিসকিন মুকুল ও রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির রয়েছেন।

এ দু’জনকে লিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।