ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে নানা স্লোগান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে নানা স্লোগান ময়মনসিংহে ওবায়দুল কাদের

সার্কিট হাউজ, ময়মনসিংহ থেকে: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ময়মনসিংহ সার্কিট হাউজে পা রাখা মাত্রই স্বাগত জানিয়ে পৌর মেয়র ইকরামুল হক টিটুর পক্ষে স্লোগান দেন মহানগর যুবলীগ।

প্রিয় নেতার হাতে ফুল তুলে দিতে তখন ব্যস্ত ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের নেতৃত্বে আসেন দলীয় নেতাকর্মীরা।

বাগড়া দিয়ে বসলেন জেলা আওয়ামী লীগের এক নেতা।

কিন্তু মন্ত্রী তার বারন মানলেন না। ‘ফুল দিতে এসেছে, দিতে দাও’ ওই নেতাকে মুখের ওপর বলে দিলেন এ কথা।

মহানগর যুবলীগের ফুলেল ভালবাসায় সিক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সার্কিট হাউজের ভেতরে ভিভিআইপি কক্ষ শাপলায় গিয়ে ওঠেন। পেছনে নেতা-কর্মীদের ভিড়, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি। দরজায় তখন নেতাকর্মীদের সামলাতে দফারফা অবস্থা নিরাপত্তা রক্ষীদের।

এক পর্যায়ে বন্ধ করে দেয়া হলো ঘরের দরজা। এ সময়টাতে অনেক ভিআইপিও এক কক্ষে প্রবেশ করতে পারেননি।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরের ঘটনা প্রবাহ ছিল এমনই। বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ পদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ময়মনসিংহে আসেন ওবায়দুল কাদের।

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের স্মরণসভায় যোগ দিতেই মূলত ময়মনসিংহে আসেন তিনি।

তার সঙ্গে এসেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিসহ গুরুত্বপূর্ণ নেতারা।

নগরীর সার্কিট হাউজে প্রবেশ করেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। কিন্তু সবাই একত্রে প্রবেশ করার সময় তার ঘরের দরজা আটকে বাধা হয়ে দাঁড়ান নিরাপত্তা রক্ষীরা।

তাদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কারণে অনেকেই প্রিয় নেতার সঙ্গে দেখা করতে না পেরে হতাশ হয়ে ফিরে যান।

আবার অনেকেই দরজার সামনেই দাঁড়িয়ে থাকেন। মন্ত্রী কক্ষ থেকে বেরিয়ে আসতেই তারা সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন।

তাদের মন্ত্রী বলেন, ‘কী অবস্থা? তোমরা কেমন আছো?’ এ সময়টাতে মন্ত্রীর সঙ্গে হালের জনপ্রিয় ধারা সেলফি তোলার প্রতিযোগিতা শুরু হয়।

এরপর মন্ত্রী যাত্রা করেন প্রয়াত শাকিলের নগরীর বাঘমারা রোডের বাসার উদ্দেশ্যে। এরপর বিকেল ৫টা নাগাদ তিনি সার্কিট হাউজের স্মরণসভার মঞ্চে যাবেন। এখানে ম‍ুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মীর্জা আজম এমপি, মারুফা আক্তার পপি, উপাধ্য রেমন্ড আরেং, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।