ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাকার বিনিময়ে কমিটির প্রস্তাব, ছাত্রলীগ নেতা বহিষ্কার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
টাকার বিনিময়ে কমিটির প্রস্তাব, ছাত্রলীগ নেতা বহিষ্কার 

ময়মনসিংহ: টাকার বিনিময়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়ে ফেঁসে গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রাজিব। 

অনৈতিক এ প্রস্তাবের কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।  

রোববার (২২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তাকে বহিষ্কার করেন।

 

বহিষ্কারাদেশ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনিরুজ্জামান রাজিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।  

রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতু বহিস্কারাদেশের প্রেস বিজ্ঞপ্তি সম্বলিত এক স্ট্যাটাসে সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইনকে ধন্যবাদ জানান। দলীয় সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে লিখেছেন-‘অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এস.এম.জাকির হোসাইন ভাই। অর্থ দিয়ে আর যাই হোক ছাত্রলীগ চলে না। ’

বাংলাদেশ সময় ০১৪৮ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১৭ 
এমএএএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।