ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সার্চ কমিটিতে দলীয় কারো নাম প্রস্তাব করবে না আ’লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
সার্চ কমিটিতে দলীয় কারো নাম প্রস্তাব করবে না আ’লীগ হোটেল সোনারগাঁয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের;ছবি-শাকিল

ঢাকা: নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির করা সার্চ কমিটিতে আওয়ামী লীগ তার দলের পক্ষ থেকে কোন দলীয় ব্যক্তির নাম প্রস্তাব করবে না। এ কমিটিতে নিরপেক্ষ ব্যক্তিদেরই আসা উচিৎ, তবে সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি তার প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে গ্রহণ করবেন বলে আশা করি।

বুধবার (জানুয়ারি ২৫) দুপুরে হোটেল সোনারগাঁয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকল পরিববহনে একই কার্ড (ৠাপিড পাস) ব্যবহারের লক্ষ্যে ই-টিকেটিং চালু করার জন্য ক্লিয়ারিং হাউজ ব্যাংক স্থাপনে ডিটিসিএ ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম. এ. এন ছিদ্দিক, ডাচ বাংলা ব্যাংকের চেয়ারম্যন সায়েম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বলা হয়, জাইকার কারিগরি সহায়তার প্রায় ২৫ কোটি টাকা এবং সরকারের প্রায় সাড়ে ১০ কোটি ব্যয় হবে এ প্রকল্পে। প্রকল্পের মেয়াদ  জুন ২০১৪ থেকে জুন ২০১৮ এর মধ্যে।

চুক্তিপত্রে ডিটিসিএ‘এর পক্ষে নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মজুমদার এবং ডাচ বাংলার পক্ষে  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্বাক্ষর করেন।

র‍্যাপিড পাস ব্যবহারকারীদের নগদ অর্থ বহন করতে হবে না। পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানও নগদ অর্থ বহনের ঝামেলামুক্ত থাকবে।

এমআরটি, বিআরটি, বিআরটিসি, রেলওয়ে, বিআইডব্লিউটিসি ও পাবলিক বাসে এই কার্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৫ জানুয়রি, ২০১৭
কেজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।