ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রাষ্ট্রপতি এখন পর্যন্ত আস্থা অর্জন করতে পেরেছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
‘রাষ্ট্রপতি এখন পর্যন্ত আস্থা অর্জন করতে পেরেছেন’ বক্তব্যকালে লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ছবি: বাংলানিউজ

ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন, তাতে এখন পর্যন্ত তিনি আস্থা অর্জন করতে পেরেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন’ শীর্ষক মতমিনিময় সভায় তিনি এ কথা জানান।

মাহবুব বলেন, কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের কথা শুনছেন।

তাতে রাষ্ট্রপতি এখন পর্যন্ত যথেষ্ট আস্থা অর্জন করতে পেরেছেন।

তিনি বলেন, ‘যারা সৎ ও যোগ্য এবং যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, এমন লোক দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করবেন। এটাই মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের চাওয়া। ’

‘বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সংলাপের কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নিয়েছেন। সেজন্য তাকে সম্মান ও শ্রদ্ধা জানাই’- বলেন বিএনপির এ সিনিয়র নেতা।

বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে মাহবুবুর রহমান বলেন, বর্তমান কমিশন দেশে কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করেছে। তারা জনগণের আশা আকাঙক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি।

সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমএইচকে/আরআর/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।