ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাহুবলে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বাহুবলে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ: একই সময় হবিগঞ্জের বাহুবল উপজেলা বাজারে যুবলীগের বিবদমান দুইপক্ষ কর্মসূচির ঘোষণা দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এ ১৪৪ ধারা জারি করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে উপজেলা যুবলীগের বিবদমান দুইপক্ষ একই সময় বাহুবল উপজেলা বাজারে সমাবেশের ডাক দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ জুলাই অলিউর রহমান অলিকে সভাপতি ও মো. তারা মিয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। এ কমিটিকে প্রত্যাখ্যান করে আব্দুল হাইকে সভাপতি ও আব্দুল মুছাব্বির শাহীনকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে পাল্টা কমিটি গঠন করা হয়। এনিয়ে উভয় কমিটির মধ্যে বিরোধ রয়েছে।

৯ জানুয়ারি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অলিউর রহমান অলিকে আহ্বায়ক, মোশাহিদ আলী ও মো. ইউসুফ আলীকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ অবস্থায় এক সপ্তাহ আগে উপজেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক অলিউর রহমান অলি, মোশাহিদ আলী ও ইউসুফ আলীর নেতৃত্বাধীন কমিটি বর্তমান সরকারের তিন বছরপূর্তি উপলক্ষে বিকেলে বাহুবল বাজারে আনন্দ মিছিল ও পথসভার ঘোষণা দেয়।

এরপর মো. তারা মিয়ার নেতৃত্বাধীন গ্রুপটিও ওই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।