ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক জনপদে পরিণত হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক জনপদে পরিণত হবে না তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু

যশোর: বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি-সন্ত্রাসীরা যতো কথাই বলুক না কেন বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক জনপদে পরিণত হবে না।

বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্মাবলম্বীদের চারটি ধর্মীয় উৎসব, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখের অনুষ্ঠানে সব ধর্মের মানুষ মিলেমিশে একাকার হয়ে যায়। তাই কখনোই সাম্প্রদায়িক জনপদে পরিণত হবে না বাংলাদেশ, বলেন মন্ত্রী।

বুধবার (২৫ জানুয়ারি) চাঁদের হাট যশোর আয়োজিত পুষ্প মেলা, চিত্র প্রদর্শনী ও পিঠাপুলি উৎসব-১৪২৩ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে ধ্বংস করতে হবে। চাঁদের হাট যশোরের সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহম্মেদ কবীর, চাঁদের হাট যশোরের সাধারণ সম্পাদক ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, প্রধান উপদেষ্টা ও পিঠাপুলি উৎসব-১৪২৩ আহ্বায়ক মবিনুল ইসলাম, হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ইয়াকুব আলী, জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।