ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্ঘটনায় আহত পিরোজপুর ছাত্রলীগের তিন নেতা ঢাকার হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
দুর্ঘটনায় আহত পিরোজপুর ছাত্রলীগের তিন নেতা ঢাকার হাসপাতালে

পিরোজপুর: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত পিরোজপুর জেলা ছাত্রলীগের তিন নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার  বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে জেলা সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম ও সম্পাদক মাসুম বিল্লালকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

আহত চারজনের অন্যজনকে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

   

সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মিঠুর ছোট ভাই জাহিদ খান টিটু বাংলানিউজকে জানান, পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বাবুকে শনিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফমেক হাসপাতাল থেকে হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সিএমএইচে ভর্তি করা হয় তাকে।

সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম ও সম্পাদক মাসুম বিল্লালকে ফমেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিকেলে।
 
আহত অন্যজন ফমেক হাসপাতালে আশঙ্কামুক্ত বলেও জানান জাহিদ খান টিটু।

শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় ঢাকা থেকে পিরোজপুরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা কবলিত হন বাবু-খাইরুলসহ চার ছাত্রলীগ নেতা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল হয়ে ফমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসকরা।

কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ছাত্রলীগ নেতাদের বহনকারী প্রাইভেটকারের চালক ফরিদ।

ছাত্রলীগ নেতারা জানান, তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত শেষে পিরোজপুরে ফিরছিলেন।

ফমেক হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান বুলু জানান, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা এ হাসপাতালে নেই বলে ঢাকায় পাঠানো হয়েছে।

** দুর্ঘটনায় আহত পিরোজপুর ছাত্রলীগের সভাপতি বাবু ঢামেক হাসপাতালে
** কাশিয়ানীতে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।