ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবলীগ-ছাত্রদলনেতাসহ ৩ জনের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বগুড়ায় যুবলীগ-ছাত্রদলনেতাসহ ৩ জনের জেল-জরিমানা

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য সেবনের দায়ে যুবলীগ ও ছাত্রদল নেতাসহ তিনজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হাফিজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন জেমিকে (৩০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি যুবলীগের উপ-দফতর সম্পাদক রোমান খন্দকার (৩০) ও সাব রেজিস্ট্রি অফিসের মাস্টার রোলে কর্মরত অফিস সহকারী জাহাঙ্গীর আলম লিটনকে (২৫) ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মহাতেরো’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি এ আদেশ দেন।
 
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়নাবাজ গ্রামের আজাহার আলীর ছেলে শাহনেওয়াজ মিঠুর বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রি ও সেবককালে তাদের আটক করা হয়।

পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলেও জানান এসআই হাফিজ।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমবিএইচ/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।