ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে পুলিশি বাধায় যুবদলের মিছিল পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
নারায়ণগঞ্জে পুলিশি বাধায় যুবদলের মিছিল পণ্ড নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা

নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ বের করা যুবদলের মিছিল পুলিশ বাধায় পন্ড হয়ে গেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

দুপুরে শহরের দেওভোগ এলাকা থেকে জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে মিছিল বের হয়ে ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসলে পুলিশ বাধা দেয়।

তখন নেতাকর্মীরা পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
 
পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে আবারও সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। তখন দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
 
মিছিলে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সেক্রেটারী শাহ আলম মুকুল, ফতুল্লা থানার যুবদল সভাপতি শহীদুল ইসলাম টিটু, আড়াইহাজার থানা যুবদল সভাপতি মো. জুয়েল আহমেদ প্রমুখ।
 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, অনুমতি ছাড়া মিছিল করায় রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছিলো। পুলিশ মিছিলে কোনো বাধা দেয়নি।

বাংলাদেশ সময়: ১৭৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।