ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাম চেয়ে চিঠি, বিশিষ্ট নাগরিকদের ‘নিমন্ত্রণ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
নাম চেয়ে চিঠি, বিশিষ্ট নাগরিকদের ‘নিমন্ত্রণ’ সার্চ কমিটির সদস্যরা- ছবি: বাংলানিউজ ফাইল ফটো

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রদানের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠিয়েছে সার্চ কমিটি। একই সঙ্গে মতামত নিতে বিশিষ্ট নাগরিকদেরও চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ রোববার বাংলানিউজকে বলেন, ‘সার্চ কমিটির সিদ্ধান্ত অনুসারে নাম চেয়ে শনিবারই (২৮ জানুয়ারি) রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠানো হয়। একইদিন বিশিষ্ট নাগরিকদের নিমন্ত্রণ পাঠিয়েছি’।


 
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি শনিবার প্রথম বৈঠক করে। সুপ্রিম কোর্ট ভবনের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে সার্চ কমিটির ছয় সদস্যের প্রত্যেকেই অংশ নেন। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
 
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রোববার (২৯ জানুয়ারি)  দুপুর সাড়ে তিনটার দিকে বাংলানিউজকে জানান, তখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল নাম প্রস্তাব করেনি।    
 
সার্চ কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুসারে, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার মনোনয়নে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ পাঁচটি নাম মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।
 
ওই সভায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এমন ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে সভা করে মতামত নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
 
তারা হলেন- হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি আবদুর রশিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এসএমএ ফায়েজ, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং সাবেক মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা।
 
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেজ লাউঞ্জে অনুসন্ধান কমিটি মতবিনিময় করবে।
 
এছাড়া অনুসন্ধান কমিটির পরবর্তী সভা মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত হবে।
 
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গঠনে সুপারিশ করতে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি অনুসন্ধান বা সার্চ কমিটি গঠনের নির্দেশনা দেন।
 
ওই দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।
 
সার্চ কমিটির সদস্য হিসাবে রয়েছেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।
 
গঠিত কমিটি ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রণয়ন করবে।
 
    ইসি গঠন
** সব দলের কাছে নাম চেয়েছে সার্চ কমিটি


বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৯,২০১৭
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।