ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশন‍ারদের (ইসি) নিয়োগের লক্ষ্যে ২০ জনের একটি সংক্ষিপ্ত খসড়া তালিকা করেছে অনুসন্ধান (সার্চ) কমিটি।

 

রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামের তালিকা পাওয়ার পর মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে বৈঠক করে এ তালিকাটি তৈরি করেন সার্চ কমিটি। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুপ্রিম কোর্ট ভবনের জাজেজ লাউঞ্জে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১২০ থেকে ১২৫ জনের মতো নাম পেয়েছি। সেখান থেকে যাচাই-বাছাই করে আজকের বৈঠকে ২০ জনের একটি সংক্ষিপ্ত খসড়া তালিকা তৈরি করা হয়েছে। তবে নামগুলো প্রকাশ করা হবে না। যেহেতু এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মতবিরোধ রয়েছে’।

আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সার্চ কমিটির ছয় সদস্যই কমিটির দ্বিতীয় এ বৈঠকে অংশ নেন। উপস্থিত সদস্যরা হলেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।

কমিটি ০৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ করবেন বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।     

এর আগে সার্চ কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুসারে ৫ জন করে নাম চেয়ে গত শনিবার (২৮ জানুয়ারি) ৩১টি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়। প্রথমে ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে নাম পাঠাতে বলা হলেও পরে সময় বাড়িয়ে দুপুর তিনটা করা হয়।

একইদিন ১২ জন বিশিষ্ট নাগরিককে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়। সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেজ লাউঞ্জে ওই মতবিনিময় সভা শেষে আরও ৫ জন বিশিষ্ট নাগরিককে মতবিনিময় সভায় ডেকেছে অনুসন্ধান কমিটি। পরবর্তী মতবিনিময় সভা বুধবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গঠনে সুপারিশ করতে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি অনুসন্ধান বা সার্চ কমিটি গঠনের নির্দেশনা দেন। ওই দিনই ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।
 
গঠিত কমিটি ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে দেবে।

** সার্চ কমিটিকে বিএনপির নামের তালিক‍া

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।