ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রপতিকে নিলুর চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
রাষ্ট্রপতিকে নিলুর চিঠি

ঢাকা: রাজনৈতিক দলের প্রস্তাবিত ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে এনপিপির প্রেসিডিয়াম সদস্য বাবুল সরদার চাখারী, যুগ্ম সম্পাদক সৈয়দ মুহম্মদ আক্কাচ ও ওয়াহিদুজ্জামান রানা বঙ্গভবনে রাষ্ট্রপতির দফতরে এ চিঠি পৌঁছে দেন।

শেখ শওকত হোসেন নিলুর প্রেসসচিব এস এম আল আমিন সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

পরে শেখ শওকত হোসেন নিলু বাংলানিউজকে বলেন, অবগতির জন্য চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিজিএফআই ও এনএসআই’র প্রধানকে দেওয়া হয়েছে।
 
চিঠিতে শেখ শওকত হোসেন নিলু বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো অরাজনৈতিক ব্যক্তির নাম আসবে- এটা আশা করা বাতুলতা। সুতরাং রাজনৈতিক দলের প্রস্তাবিত ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ থেকে সরে আসার জন্য রাষ্ট্রপতিকে আমরা আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এজেড/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।