ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে ৪৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দিনাজপুরে ৪৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দিনাজপুর: দিনাজপুরে নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতের আমীরসহ ৪৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেন শহীদ আহমদ এ গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

এর আগে খানসামা উপজেলার পাকেরহাটে নির্বাচনী সহিংসতার মামলার নির্ধারিত তারিখে উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হক সিরাজীসহ জামায়াত-শিবিরের ৪৭ জন আসামি অনুপস্থিত ছিলো।

২০১৪ সালের ৫ জানুয়ারি খানসামা উপজেলার পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ম জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে জামায়াত-শিবির সদস্যরা ওই কেন্দ্রে হামলা চালিয়ে ভোট গ্রহণে কর্তব্যরত প্রিজাইডিং কর্মকর্তাসহ, পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতা করে ভোট গ্রহণে বাধা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা সোলায়মান হোসেন বাদী হয়ে খানসামা থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত করে বিএনপি-জামায়াত-শিবিরের ৭৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করলে মামলাটির বিচার কাজ শুরু হয়।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
বিএসকে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।