ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জনগণ এখন আর হাওয়া ভবনের রাজনীতি চায় না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
‘জনগণ এখন আর হাওয়া ভবনের রাজনীতি চায় না’ ‘জনগণ এখন আর হাওয়া ভবনের রাজনীতি চায় না’

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপি-জামায়াত আমলে হাওয়া ভবনের দুর্নীতি আর লুটপাটের রাজত্ব দেখেছে। তাই জনগণ এখন আর হাওয়া ভবনের রাজনীতি চায় না।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, নির্বাচন ছাড়া বিএনপি’র কোন বিকল্প নেই।

তাই ২০১৯ সালে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। সেই নির্বাচনে উন্নয়ন ও জনগণের ভালবাসা নিয়ে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।
 
শেখ হাসিনাকে উন্নয়নের নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ সব ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি ও মন্ত্রীর স্ত্রী বেগম লায়লা নাসিম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  আব্দুল হান্নান, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্চিত কুমার কর্মকার, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ তালুকদার, হাজী ইসহাক আলী, দানিউল হক দানী, আব্দুল হাকিম জিহাদ আল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।