ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইলে আ’লীগ নেতা হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
নড়াইলে আ’লীগ নেতা হত্যার ঘটনায় মামলা

নড়াইল: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় হানুকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নড়াইল সদর থানায় নিহতের স্ত্রী টুটুল রানী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি বাংলানিউজকে এ নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুর রহমানসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ/ছয়জনের নামে মামলাটি দায়ের করা হয়েছে। ইতোমধ্যে মামলার আসামি ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুর রহমান মিনা, তার ছেলে আশিকুর রহমান মিনা ও আকাশ মিনা, চেয়ারম্যানের ভাই ইলি মিনা ও তার ছেলে রাসেল মিনাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (০১ ফেব্রুয়ারি) রাতে হানু মিরাপাড়া বাজারে ফারুকের দোকানের সামনে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে আশংকাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩
এজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।