ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্তমান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
বর্তমান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

পটুয়াখালী: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি মেরুদণ্ডহীন। তার কোনো নেতৃত্ব ছিলনা। সেজন্য নির্বাচন সুষ্ঠ হয়নি, হওয়ার সুযোগও ছিলনা। আমি আশা করবো সার্চ কমিটির মাধ্যমে যে চিফ নির্বাচন কমিশন আসবেন তিনি নিরপেক্ষ হবেন। আগামী নির্বাচনটি সুষ্ঠ ও সুন্দর হবে এটা আমাদের আশা।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তবে দেশে এখনো সু-শাসন প্রতিষ্ঠিত হয়নি।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।