ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপির ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সিরাজগঞ্জে বিএনপির ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

সিরাজগঞ্জ: ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে সিরাজগঞ্জে পেট্রোল বোমায় পান ব্যবসায়ী গণেশ দাস হত্যা মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

এদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইদুর রহমান বাচ্চু ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন রয়েছেন।  

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোরশেদ আলম এ আদেশ দেন।

 

কোর্ট পরিদর্শক মো. শহীদুল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ৩১ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে সদর উপজেলার রামগাতিতে পেট্রোল বোমা হামলায় নিহত হন পান ব্যবসায়ী গণেশ দাস। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ১২৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ২০১৬ সালের ৩০ জুন বিএনপি-জামায়াতের ১৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।