ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট করেছে বিএনপি জোট সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট করেছে বিএনপি জোট সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট করেছে বিএনপি জোট সরকার

সিলেট: ক্ষমতায় থাকাকালে বিএনপি জোট সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গোলাপগঞ্জে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পল্লী বিদ্যুতের সাব স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ‌ এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হয়েছে।

দেশে আজ ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেননা বিদ্যুৎ হচ্ছে উন্নয়ন ও উৎপাদনের চালিকাশক্তি। বিদ্যুৎ ব্যবস্থাকে পেছনে রেখে জাতীয় অগ্রগতির কথা চিন্তা করা যায় না।

তিনি আরো বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ, এ সম্পদের মালিক এদেশের জনগণ। আপনার সম্পদ আপনাকেই রক্ষা করতে হবে। পূর্ব সিলেটের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৬শ’ কোটি টাকা ব্যয়ে চারখাইয়ে গ্রিড উপ-কেন্দ্র হচ্ছে।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি হানিফ আহমদের সভাপতিত্বে ও সমিতি বোর্ডের সেক্রেটারী (সচিব) সাংবাদিক আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলতাফ হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুব আলম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন।  

এরপর বিকেল সাড়ে ৪টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।