ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদেশ যেতে পারলেন না শফিক রেহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বিদেশ যেতে পারলেন না শফিক রেহমান শফিক রেহমান (ফাইল ফটো)

ঢাকা: ইমিগ্রেশন পুলিশের বাধায় বিদেশ যেতে পারলেন না প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। 

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বেলা সাড়ে ১১টায় বাংলানিউজকে এ তথ্য জানান।
 
তিনি জানান, উচ্চ আদালতের অনুমতিপত্র এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছিলেন শফিক রেহমান।

সকাল ৭টায় টার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকিট কাটা ছিলো তার।
 
বিমান বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে শফিক রেহমানের লাগেজ তুলে দেওয়া হয় প্লেনে। কিন্তু তিনি প্লেনে ওঠার আগ মুহূর্তে এসে ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা শফিক রেহমানকে বলেন, আপনার ব্যাপারে আমরা কোনো ক্লিয়ারেন্স পাইনি। সুতরাং আপনাকে এখান থেকে ফিরে যেতে হবে। এরপর বিমানবন্দর থেকে সোজা বাসায় ফিরে যান শফিক রেহমান।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজেড/বিএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।