ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নম‍ূখী কার্যক্রম গ্রামের মানুষের কাছে পৌঁছে দিয়ে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।

উন্নয়ন এবং মানুষের ভালবাসা নিয়ে আবারও শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০১৪ সালে বিএনপি নেত্রী দেশে আগুন জ্বালিয়ে ভোট বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

এসময় তিনি বলেন, কানাডার ফেডারেল কোর্টে বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মাসেতুর কাজ এগিয়ে চলেছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছেন। কানাডার আদালতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের আলী আসলাম প্রমুখ।

এর আগে মন্ত্রী কাজিপুরে ৫শ’ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।