ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশ পরিচালনায় শেখ হাসিনাই একমাত্র যোগ্য নেতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুন ৯, ২০১৭
দেশ পরিচালনায় শেখ হাসিনাই একমাত্র যোগ্য নেতা

সিরাজগঞ্জ: শেখ হাসিনাকে দেশের একমাত্র যোগ্য নেতা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পদ্মাসেতু নির্মাণ ও জঙ্গিবাদ দমনের কারণে বিশ্বজুড়ে শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত হয়েছে। উন্নয়নের স্বার্থে জনগণ আবারও তাকেই রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব দেবে।

শুক্রবার (০৯ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা আয়োজিত ইফতারপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ৮ বছরে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে এখন উদীয়মান শক্তিতে পরিণত করেছে।

অথচ খালেদা জিয়া উন্নয়ন দেখতে পান না। তিনি সত্যকে সত্য বলতে পারছেন না। শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করছেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিসহ সব রাজনৈতিক দলেরই এ নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। নির্বাচনের মাধ্যমেই একটি রাজনৈতিক দল সুসংগঠিত হতে পারে।   নির্বাচন ছাড়া রাজনৈতিক দল বাঁচতে পারে না।

কাজিপুর পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।