রংপুরে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামের ভিত্তিপ্রস্তর করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: বাংলানিউজ
রংপুর: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বিরোধী দল পারলে দেশটা পাকিস্তানের কাছে বিক্রি করে দেয়। পৃথিবীর অন্য দেশেও সরকারি দল ও বিরোধী দল আছে। একে অপরের সমালোচনা করে, মারামারি করে। কিন্তু যখন দেশ নিয়ে কথা উঠে তখন সবাই এক হয়ে যায়। কিন্তু আমাদের দেশের বিরোধী দলের অবস্থা উল্টো।’
মঙ্গলবার (২০ জুন) দুপুরে রংপুরে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা তাদের ধ্বংসের রাজনীতি দেখেছি।
দিন-দুপুরে মানুষ পুড়িয়ে মারা, বাড়িতে আগুন দেওয়া, বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলা, গাছ কেটে ফেলা। এটা কোন ধরনের রাজনীতি? দেশের মানুষ তাদের এ ধ্বংসের রাজনীতি প্রত্যাখান করেছে।
মন্ত্রী আরও বলেন, ‘আমার গাড়ি বহরে তারা হামলা করে চার নেতা-কর্মীকে হত্যা করেছে। তাদের দেশ প্রেম বলতে কিছু নেই। ’
এসময় উপস্থিত ছিলেন রংপুর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইবরাহিম হোসেন খান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত হোসেন লাকী, জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।