ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সদস্য সংগ্রহ ও নবায়ন জোরদারে ওবায়দুল কাদেরের আহ্বান

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
সদস্য সংগ্রহ ও নবায়ন জোরদারে ওবায়দুল কাদেরের আহ্বান

ঢাকা: দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের সোমবার (০৩ জুলাই) বিবৃতিতে যেসব সাংগঠনিক জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর শাখা সদস্য সংগ্রহ ফরম সংগ্রহ করেনি অতি দ্রুত তাদেরকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা) থেকে সদস্য সংগ্রহ ফরম সংগ্রহ করে নিজ নিজ এলাকায় সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচি জোরদারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আওয়ামী লীগের যে সকল জেলা/উপজেলা/পৌরসভা শাখার দলীয় কার্যালয়ের স্থায়ী/অস্থায়ী ঠিকানা নেই এবং যে সকল জেলা/উপজেলা/পৌরসভা শাখার নিজস্ব কার্যালয় নির্মাণ করা হয়নি তাদের তথ্যও একই কার্যালয়ে পাঠাতে বলেছেন।

তিনি আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে সকল ত্যাগী নেতাকর্মী প্রবীণ ও অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন, তাদের তালিকা তৈরি করেও পাঠাতে বলেন। একইসঙ্গে তিনি প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা উপদ্রুত এলাকায় দলের সকল স্তরের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ তৎপরতা জোরদারের অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।