ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচনের আগে অনেক নাটক-ষড়যন্ত্র হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
‘নির্বাচনের আগে অনেক নাটক-ষড়যন্ত্র হবে’ সেতু ভবনে ওবায়দুল কাদের-ছবি-সুমন শেখ

ঢাকা: নির্বাচনের এখনও সোয়া বছ‌র বা‌কি। এ সময়ে দেশে অনেক নাটক ও ষড়যন্ত্র হবে। কিন্তু এগুলো যেন দেশের বির‌‍ুদ্ধে না হয়। দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না। 

বৃহস্প‌তিবার  (৬ জুলাই) বিকেলে রাজধানীর বনানী সেতু ভবনে ঢাকা এ‌লিভেটেড এক্সপ্রেসও‌য়ে প্রকল্পের ‘ইটাল থাই‌’ ও ‘সিনোহাইড্রো’ করপোরেশনের সঙ্গে যৌথ বৈঠক শেষে সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবা‌দিকদের একথা বলেন।  

মন্ত্রী জানান, এক্সপ্রেসও‌য়ে নির্মাণে ইটাল থাইয়ের সঙ্গে‌ সিনোহাইড্রো করপোরেশ‌ন যৌথভ‍া‌বে ফা‌ন্ডিং করবে।

‌হিউম্যান রাইটস ওয়াচের গুম-খুন নিয়ে প্র‌তিবেদন প্রকাশ সম্পর্কে তি‌নি বলেন, তারা যে গুম-খুনের কথা বলেছে আমরা তথ্য, প্রমাণসহ নামগু‌লো দেখতে চায়।  

মন্ত্রী বলেন, আগামী ৮ জুলাই দলীয় বৈঠক আছে এবং ৯ জুলাই সংসদ অ‌ধিবেশন। সেখানে আমরা এ বিষয়ে  আলোচনা করবো।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।