ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ২০১৯ সালের জানুয়ারির প্রথম দিকে অথবা ২০১৮ সালের ডিসেম্বরের শেষদিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেসময় বর্তমান সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।

শুক্রবার (০৭ জুলাই) বেলা ১১টায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রামপাল প্রকল্পে আরোপিত ইউনেস্কোর আপত্তি প্রত্যাহার প্রসঙ্গে হানিফ বলেন, বিগত বিএনপি সরকারের সময় দেশ অন্ধকারে ডুবে ছিলো।

সেখান থেকে দেশকে আলোর পথে ফিরিয়ে আনার একটা পদক্ষেপ ছিলো রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। কিন্তু এখন বাংলাদেশের সবক্ষেত্রে অগ্রগতি অব্যাহত। এই রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নেও বিএনপি-জামায়াত বাধার সৃষ্টি করেছিলো। এ প্রকল্প বন্ধ করতে তারা দেশের ভেতর এবং আন্তর্জাতিকভাবে লবিং করে। তারা ইউনেস্কোকেও প্রভাবিত করেছিলো কিন্তু সর্বশেষ ইউনেস্কো জানিয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তাদের কোনো আপত্তি নেই।

তিনি আরো বলেন, এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে, বর্তমান সরকারের নেয়া সব পদক্ষেপ সঠিক ছিলো।

এসময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ০৭ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।