ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাত ইউপির ভোটের আগেই উত্তপ্ত মেহেন্দিগঞ্জ

মুশফিক সৌরভ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
সাত ইউপির ভোটের আগেই উত্তপ্ত মেহেন্দিগঞ্জ ভোটের আগেই মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচনের মাঠ উত্তপ্ত

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে ঘিরে পুরো উপজেলাজুড়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে। আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) আন্ধারমানিক, লতা, চরএককরিয়া, জয়নগর, গোবিন্দপুর, আলিমাবাদ ও শ্রীপুর ইউপির ভোটগ্রহণ করা হবে।

আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ছাড়াও নিজ দলের নেতাকর্মীদের মধ্যে ইউনিয়নগুলোতে দফায় দফায় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের মতে, বিএনপি-আওয়ামী লীগের চেয়ে সরকারি দলের অন্তর্দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপজেলা।

স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সঙ্গে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মইদুল ইসলামের অনুসারীদের দ্বন্দ্বেই সংঘর্ষের ঘটনা বেশি ঘটেছে।

সাত ইউপির নির্বাচনে মোট ১৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট পুরুষ ভোটার ৪১ হাজার ৯৫৩ জন ও নারী ভোটারের সংখ্যা ৪০ হাজার ৩৪৪ জন। মোট ভোটকেন্দ্র ৬৩টি ও অস্থায়ী ভোটকেন্দ্র ৮টি।

সর্বশেষ সোমবার (১০ জুলাই) সকালে জয়নগর ইউনিয়নের চুনারচর বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক সেকান্দার আবু জাফরের নেতাকর্মীদের ওপর দলের বিদ্রোহী প্রার্থী মনির হোসেন হাওলাদারের সমর্থকরা হামলা চালিয়ে দু’জনকে আহত করেন। তার পক্ষে নৌকার সমর্থনে গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানান অধ্যাপক সেকান্দার।

রোববার (০৯ জুলাই) আন্ধারমানিক ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শেখ শহিদুল ইসলামের উঠান বৈঠকে ৯ নম্বর ওয়ার্ডের দল সমর্থিত মেম্বার প্রার্থী মামুনের নেতৃত্বে হামলায় ১৫ জন আহত হন। এখানে বহিরাগত লোক এনে গুলি ছোড়ার ঘটনাও ঘটে বলে দাবি আহতদের।

গত ০৬ জুলাই সন্ধ্যায় দাদপুর বাজারে চরএককরিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মেম্বার প্রার্থী দুলাল মাঝি ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলায় দুলালসহ আটজন আহত হন।
শ্রীপুর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী কাজী শাখাওয়াত হোসেন রুবেল অভিযোগ করেন, গত ০৩ জুলাই রাতে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা-ভাংচুর ও তালা ঝুলিয়ে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত ০২ জুলাই গোবিন্দপুর ইউনিয়নে প্রচারণার সময় বিএনপির কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব দেওয়ান এ অভিযোগ তুলে বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানান।

আন্ধারমানিক ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান অভিযোগ করেন, গত ৩০ জুন তার নিজ বাড়ির উঠান বৈঠকে হামলা চালান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী শহীদুল ইসলামের কর্মী-সমর্থকরা।

গত ০৫ জুলাই সকালে মেহেন্দিগঞ্জে সরকার দলীয়দের বিরুদ্ধে হামলা-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে এর প্রতিকার দাবিতে বরিশালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতারা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিরও দাবি জানান তারা।

জয়নগর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ারও অভিযোগ ওঠে। সোমবার ওই অভিযোগ অস্বীকার করে মেহেন্দিগঞ্জে সংবাদ সম্মেলন করেন দুলাল। তিনি দাবি করেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের খবর সত্য নয়’।

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান বাংলানিউজকে বলেন, অভিযোগ এলে খতিয়ে দেখা হচ্ছে। তবে নির্বাচন সুষ্ঠু হবে। সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের দিন আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে সবকিছু সুষ্ঠুভাবেই পরিচালিত হবে।

বাংলা‌দেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এমএস/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।