ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিংড়ায় উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
সিংড়ায় উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলতাব হোসেন আকন্দ চেয়ারম্যান পদে ৭৫৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএসএম জাকির হোসেন ফলাফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল মাস্টার (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৬৯৮ ভোট।

তাদের মধ্যে ভোটের ব্যবধান এক হাজার ৮৯৬ ভোট।
 
নির্বাচনে অপর দুই প্রার্থী জাতীয় পার্টির মাহাফুজার রহমান (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৬৫ ভোট এবং ওয়ার্কার্স পার্টির রুস্তম আলী (হাতুড়ি প্রতীক) পেয়েছেন ৪৬ ভোট।
 
৫ মে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী প্রদীব কুমারের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।