ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘যে কোনো মুহূর্তে জনবিস্ফোরণ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
‘যে কোনো মুহূর্তে জনবিস্ফোরণ’ বিএনপির সংবাদ সম্মেলন

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন,  আপনি তো দাবি করেন বিএনপি মাঠে নামে না, কিন্তু নামলে তো পুলিশ আর সন্ত্রাসী এক হয়ে হামলা চালায়।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সোনাইমুড়ি পৌর বিএনপির বর্ধিত সভায় হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে আজ এক ব্যক্তির শাসন চলছে। কেউ কারও কথা শুনছে না। পুলিশ দলীয় নেতাকর্মীর মতো আচরণ করছে। অন্যদিকে শাসক দলের নেতাকর্মীরা সন্ত্রাসীদের মতো আচরণ করছে। এভাবে চলতে পারে না। যে কোনো মুহূর্তে জনবিস্ফোরণ ঘটবে।

এসময় তিনি অভিযোগ করেন, সোনাইমুড়ির একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়াভাবে আয়োজিত পৌর বিএনপির বর্ধিত সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সনসহ দলের অন্তত ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে।

বিএনপির এ নেতা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লা রাসেল, সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, পৌর মেয়র মোতাহের হোসেন মানিক, চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, জেলা কৃষক দলের সভাপতি রবিউল হাসান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।