বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর হোটেল টাইগার গার্ডেন মিলনায়তনে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য আরেকটি সাজানো নির্বাচনের পায়তারা করছে।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় চাল-ডাল-তেল লবণ ও বিদ্যুতের দাম বেড়েছে। কৃষকের সারের দাম বেড়েছে, অথচ তারা তাদের পণ্যের উৎপাদিত পণ্যের মূল্য পায় না।
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার প্রসঙ্গে ফখরুল বলেন, ফরহাদ মজহারের মতো একজন মানুষকে অপহরণ করা হয় এবং এখন তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবনের ক্ষতি করবে। সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায় তাহলে খুলনা বিভাগ হুমকির মুখে পড়বে।
সরকারের নির্যাতনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ৫ বছরেও পাওয়া যায়নি। পাঁচশরও বেশী নেতাকর্মী গুম হয়ে গেছে। এক হাজারের বেশী নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এমন দেশ আমরা তৈরি করেছি যেখানে সভা-সমাবেশ করা যায় না।
বর্তমান সংসদের সমালোচনা করে তিনি বলেন, এই পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না। ১৫৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেই পার্লামেন্টে পঞ্চদশ সংশোধনী গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
তিনি নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধনের আহ্বান জানান।
খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এমআরএম/এসএইচ