উত্তরাঞ্চলসহ বন্যা এলাকা সরেজমিনে পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে বৃহস্পতিবার (২০ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন, সংবাদকর্মী ও জনপ্রতিনিধিরা রাত-দিন কাজ করছেন।
মন্ত্রী আরও বলেন, বন্যায় অসহায় মানুষদের সাহায্য করা নিয়ে বিভিন্ন মহল থেকে ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে। বিএনপি নেত্রী ত্রাণ বিতরণ দূরে থাকুক, বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন। আর তার মহাসচিব ঢাকায় বসে বড় বড় কথা বলছেন।
তারা জনগণের দুঃখ-কষ্ট নয়, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ফাঁকা আওয়াজ না দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের সামর্থ্য না থাকলে আমাদের কাছ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যান, যোগ করেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
** বন্যার্তদের ১২ হাজার টন চাল, পৌনে ৪ কোটি টাকা বরাদ্দ
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এমআইএইচ/এমজেএফ