ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না

নীলফামারী: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছি না। জনগণের গণতান্ত্রিক ও ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমাদের এ গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

শনিবার (২৯ জুলাই) নীলফামারীতে দিনব্যাপী অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সব দলের অংশ গ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।

জেলা বিএনপির উদ্দ্যোগে নীলফামারী সদরের গোড়গ্রাম হাজিরহাট, টুপামারী পুরাতন স্টেশন, বাজার ট্রাফিক মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, দারোয়ারী টেক্সটাইল মোড়সহ ৫টি স্থানে সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুর আরেফিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সামছুজ্জামান জামান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।