ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মা-মেয়ে নির্যাতনের ঘটনায় শ্রমিক লীগ নেতা তুফান বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
মা-মেয়ে নির্যাতনের ঘটনায় শ্রমিক লীগ নেতা তুফান বহিষ্কার মা-মেয়ে নির্যাতনের ঘটনায় শ্রমিক লীগ নেতা তুফান বহিষ্কার। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় ক্যাডার দিয়ে তুলে এনে তরুণী ধর্ষণের পর মা-মেয়েকে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ার পর তুফানকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।

বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সেখ হেলাল বাংলানিউজকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে বেলা ২ টার দিকে দলের জরুরি সভা ডাকা  হয়। সভা থেকে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারকে বহিষ্কার করা হয়েছে।

** ধর্ষিতা শিক্ষার্থী ও তার মাকে এবার চুল কেটে নির্যাতন

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।