ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
খালেদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরলেই তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৩১ জুলাই) দুপুরে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর খুনিদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের বিচার করতে হবে’ শীষর্ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়া বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তাই তিনি যখনই দেশে আসবেন তখনই তার বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর সেই আইনগত ব্যবস্থা নিতে আমি সরকারের প্রতি অনুরোধ জানাই। কেননা খালেদা জিয়া দেশে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছেন।

তিনি আরো বলেন, খালেদা রাজনীতি করেন যারা দেশ চায়নি তাদেরকে নিয়ে। এছাড়া তিনি লন্ডনে তারেক রহমানের বাসায় বসে আইএস, জঙ্গিগোষ্ঠী,পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। খালেদা জিয়া হলেন- জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দাতা।   কেননা বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন। আর খালেদা জিয়া এক খুনিকে সংসদের বিরোধীদলীয় নেতা বানিয়ে ছিলেন।

বিদেশে খালেদা জঙ্গিদের সঙ্গে বৈঠক করেননি মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে  হাছান মাহমুদ বলেন, খালেদাকে বাঁচানোর জন্যেই তিনি এরকম কথা বলছেন। এছাড়া যার কারণে বিএনপির আজ এই অবস্থা,যার কারণে বিএনপি আজ সংসদে নেই সেই খালেদা জিয়াকে আপনাদের বজর্ন করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা,  কৃষক লীগের সাবেক নেতা এমএ করীম, অগ্রণী  ব্যাংকের সাবেক পরিচালক অ্যাড.বলরাম পোদ্দার, দুবাই আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।