ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে বিস্ফোরণ মামলায় ২ ছাত্রদল নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
জয়পুরহাটে বিস্ফোরণ মামলায় ২ ছাত্রদল নেতা কারাগারে

জয়পুরহাট: জয়পুরহাটে ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণ মামলায় দুই ছাত্রদল নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩১ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল বাহার তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

ছাত্রদলের দুই নেতা হলেন- জয়পুরহাট শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ সামছুল হকের ছেলে শহর ছাত্রদলের সভাপতি আদনান শাহরিয়ার ও সাবেক এমপি মোজাহার আলী প্রধানের ছেলে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন প্রধান।

জয়পুরহাটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দনাথ মণ্ডল অভিযুক্ত দুই আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।