ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভরাডুবির ভয়ে সরকার বেসামাল, দাবি খন্দকার মোশাররফের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ভরাডুবির ভয়ে সরকার বেসামাল, দাবি খন্দকার মোশাররফের কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: আগামী একাদশ জাতীয় নির্বাচনে ভরাডুবির ভয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে এ দাবি করেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তাদের দুর্নীতি-দুঃশাসনে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে।

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগের ওপর দেশের মানুষ এখন ত্যক্ত-বিরক্ত। জনগণ তাদের আর ভোট দেবে না। আগামী একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সারাদেশে আওয়ামী লীগের ভরাডুবি হবে। সরকারের মন্ত্রী-এমপিরা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে প্রতিনিয়ত আবোল-তাবোল বকছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, কাল্পনিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছে। তাদের এসব বক্তব্য বানোয়াট, অশালীন ও রাজনৈতিক শিষ্টাচার বর্জিত। প্রকৃতপক্ষে বেসামাল সরকারই আবারো ক্ষমতায় যেতে নানা ফন্দি-ফিকির ও দুরভিসন্ধি করছে। আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

হুঁশিয়ারি উচ্চারণ ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে। আওয়ামী লীগ আর ফাঁকা মাঠে গোল করতে পারবে না। বিনাভোটে তাদের ক্ষমতায় যাবার স্বপ্ন পূরণ হবে না। তাদের সব ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি বিএনপির সভাপতি একেএম শামসুল হক, সাধারণ সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, পৌর বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার, সাধারণ সম্পাদক নূরুল আমীন নাঈম সরকার, দাউদকান্দি যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম ও ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।