ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা তারেকের পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট হত্যাকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
খালেদা তারেকের পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট হত্যাকাণ্ড মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। ছবি: ডিএইচ বাদল-বাংলানিউজ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় এবং তারেক রহমানের পরিচালনায় ২১ আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস’ শীর্ষক এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের দায় শুধু তারেক রহমানের একার নয়, এ দায় খালেদা জিয়ার ওপরও বর্তায়।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জিয়াউর রহমানসহ যারা পরিকল্পনাকারী ছিলেন, প্রভাবিত, ষড়যন্ত্র করেছিলেন, পটভূমি রচনা করেছিলেন তাদের বিচার হওয়া দরকার।

২১ আগস্টের গ্রেনেড হামলার বিষয় উল্লেখ করে হাছান বলেন, ২১ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফল। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশ নিয়েছিলেন শুধু তাদের মাধ্যমেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। ইতিহাসে সঠিক তথ্য সন্নিবেশিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্য জানানোর স্বার্থে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনায় জিয়াউর রহমানসহ জড়িতদের বিচার করতে হবে। এটিই হচ্ছে জাতির প্রত্যাশা।

ক্ষমতাসীন দলের এ নেতা আরও বলেন, এ হত্যাকাণ্ডের দায় খালেদা জিয়া এড়াতে পারেন না। তিনি ওই দিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। রাষ্ট্রযন্ত্র এ হত্যাকাণ্ডের সহায়তা করেছে। সুতরাং এ হত্যাকাণ্ডের বিচারের আওতায় খালেদা জিয়াকেও আনতে হবে। ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার চলছে। আমি জানি না, কেনো এতো দেরি হচ্ছে এ বিচার কার্য সম্পন্ন করতে।

উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।