ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগস্টে কেক কাটলে খালেদাকে কঠোর জবাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
আগস্টে কেক কাটলে খালেদাকে কঠোর জবাব

ঢাকা: আগস্ট মাসে মিথ্যা জন্মদিন পালনের নামে কেক কাটলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কর্তৃত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন।

আগস্ট মাস আসলেইতো তার কেক কাটার ধূম পড়ে যায়। লন্ডনে বসেও যদি তিনি আগস্ট মাসে কেক কাটেন তাহলে দেশে ফেরার পর তাকে কঠোর জবাব দেওয়া হবে। তিনি সেখানে কার সঙ্গে কখন কোথায় মিটিং করছেন এসব তথ্য আমাদের কাছে আছে। জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের কথা নাকি সত্য নয় বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথায় আছে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। কিন্তু কোনো ষড়যন্ত্র করে লাভ নেই।

২০১৪ সালে নির্বাচনকে বানচাল করতে আপনারা পেট্রোল বোমার আশ্রয় নিয়েছিলেন। মানুষ সেসব ভুলে নি। মানুষ আর কখনোই বিএনপিকে সমর্থন করবে না বলেও জানান তিনি।

বিএনপি নিজ স্বার্থ উদ্ধারের জন্য সেনাবাহিনীকে ব্যবহার করে বলে জানিয়েছেন এ আওয়ামী লীগ নেতা। এসব বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনীকে নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যবহারের ইতিহাস বিএনপির অনেক পুরানো। জিয়াউর রহমান করেছিলেন তা সবাই জানে। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি সেনাবাহিনী মোতায়েন চাইছে। পুলিশের ভূমিকায় সেনাবাহিনীকে আনতে চাইছেন খালেদা জিয়া।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাস, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
ইউএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।